মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটায় শহিদ আবু রায়হান, আজিজ ও আলমগীর স্মরণে দোয়া ও আলোচনা

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২১, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি : ২০১৩ সালে বিএনপি ও জামায়াত-শিবিরের নৃশংস হত্যাযজ্ঞের শিকার তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদ আবু রায়হান, সখিপুরের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন বাকুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) শহিদ আবু রায়হানের ১০ম মৃত্যুবার্ষিকীতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ব্যক্তিগত উদ্যোগে নিজ বাড়িতে এ দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত ও আলোচনা সভার আয়োজন করেছিলেন। ২০১৩ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ঘোষনার পর সরকার বিরোধী আন্দোলনের নামে সাতক্ষীরার দেবহাটায় ব্যাপক তান্ডব চালিয়েছিল বিএনপি ও জামায়াত-শিবির ক্যাডাররা।

সেসময় পিকেটিংয়ের নামে সড়ক অবরোধ, সরকারি গাছ কেটে যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া, আওয়ামী লীগ নেতাদের ওপর হামলা, নৃশংসভাবে খুন, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং অগ্নিসংযোগ; এমনকি সড়ক অবরোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের প্রতিকি কবরও রচনা করেছিলেন সরকার বিরোধীরা।

২০১৩ সালের ২৮ ফেব্রæয়ারি সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজ অভিমুখে উপজেলা আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ও ৫ মার্চ দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনকে পিটিয়ে হত্যার চেষ্টা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুব আলম খোকনের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ সহ তৎপরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভীতসন্ত্রস্ত করতে একে একে দেবহাটা উপজেলায় ব্যাপক নাশকতা চালিয়েছিলেন বিএনপি ও জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা।

১৪ আগষ্ট ধোপাডাঙ্গা মোড়ে সখিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আব্দুল আজিজকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে তারা। প্রতিবাদে ওইদিন উপজেলা আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত-শিবিরকে প্রতিহতের চেষ্টা করলে নওয়াপাড়া ইউনিয়নের জামায়াত অধ্যুষিত গরাণবাড়িয়ায় উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন বাকুমকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সরকার বিরোধীরা। সেসময় তারা ভারি বস্তু দিয়ে উপুর্যপুরি আঘাত করে আলমগীর হোসেন বাকুমের প্রায় সব গুলো দাত ভেঙে ফেলেছিল এবং গরম খুনতি দিতে খুঁচিয়ে তার দুই চোখ নষ্ট করে দিয়েছিল।

পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উচ্চ চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগষ্ট মারা যান শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বাকুম। সেবছরের ২১ নভেম্বর সন্ধ্যায় পারুলিয়া বাসস্ট্যান্ডে (বর্তমান শহিদ আবু রায়হান চত্বর) দলীয় নেতাকর্মীদের সাথে বসে থাকাবস্থায় বিএনপি ও জামায়াত-শিবিরের ইন্ধনে অতর্কিত হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরার অন্যতম প্রভাবশালী নেতা আবু রায়হানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিল অস্ত্রধারী সন্ত্রাসীরা।

নির্মম ও নৃশংস এসব হত্যাযজ্ঞের ৯ বছর অতিবাহিত হলেও অদ্যবধি সুবিচার না মেলায় আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ সহ অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমুলোক শাস্তির দাবি জানান আওয়ামী লীগ নেতারা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ও আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী ও মনিরুল ইসলাম মনি, উপজেলা আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, নজরুল ইসলাম, শেখ মোনায়েম হোসেন, রেজাউল ইসলাম, রবিউল ইসলাম, আজমল হোসেন, গোলাম রব্বানী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, পারুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা ফরহাদ হোসেন হীরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের সদস্য সচিব আব্দুল্যাহ হীমসহ মুলদল ও সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ব্রহ্মরাজপুরে বীমাকর্মীকে হত্যার চেষ্টা: লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাতক্ষীরায় রিয়েল এস এস ফেব্রিকেটরস সম্মেলন ও পুরস্কার বিতরণী

শ্যামনগর সদর ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা

মণিরামপুরের পৌরশহরে এক রাতে ১৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

শেখ হেলাল এমপির সাথে সৌজন্য স্বাক্ষাত করলেন ডা. রুহুল হক

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আলোচনা সভা

আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে টাকা জমা দিলেন রাজ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছায় বিএনপি’র দোয়া মাহফিল

সাতক্ষীরায় টিআরসি পদে নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা

কবি শেখ মফিজুর রহমানকে নিবেদিত সাহিত্য সংকলন ‘প্রাজ্ঞজন’ এর প্রকাশনা উৎসব