পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় গ্রাম ডাক্তারদের চিকিৎসা সেবার মান বাড়াতে ওএসএল ফার্মা লিমিটেড এর আয়োজনে গ্রাম ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গড়ইখালী ইউনিয়নের শান্তা বাজারে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা কমিটি দ্বয়ের সভাপতি মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পূর্ণ চন্দ্র মন্ডল। সভাপতিত্ব করেন, গড়ইখালী ইউনিয়ন কমিটির সভাপতি গ্রাম ডাক্তার দিনেশ চন্দ্র মন্ডল।
স্বাগত ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, ওএসএল ফার্মা লিমিটেড এর এরিয়া ম্যানেজার মো. কোবাদ শেখ। গ্রাম ডাক্তার সুশান্ত এর সঞ্চালনায় এসময়ে বক্তৃতা করেন, গ্রাম ডাক্তার অচিন্ত্য কুমার মন্ডল, গোবিন্দ লাল মন্ডল, সুশান্ত মিস্ত্রী, পুলকেশ মন্ডল, শুভ্র মন্ডল, সুশান্ত মন্ডল, কার্তিক বাওয়ালী, কমলেশ বর্মণ, জগদীশ চন্দ্র সানা, সুশান্ত সানা, মানুষ মন্ডল, শিবাপদ মন্ডল, পুষ্পেন মন্ডল, নারায়ন চন্দ্র সরদার, জ্যোতিপ্রকাশ, মাধব কুমার সানা, হেদায়েত আলী, আজমীর শাহান, মেঘনাথ মিস্ত্রী ও পঙ্কজ রায় এবং ওএসএল ফার্মা লিমিটেডের এমপিও ইশারত হোসেন। এসময়ে অন্যান্য গ্রাম ডাক্তার বৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন গড়ইখালী ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি।