বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী জনগোষ্ঠির দক্ষতা বৃদ্ধি করে জীবনযাত্রায় সহযোগিতা করা প্রকল্পের আওতায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোট ৩৩ জন অসহায়কে সহায়তা প্রদান করা হয়েছে।
এরমধ্যে ১৮ জনকে হুইল চেয়ার, ৪ জনকে ব্যবসার মালামাল ও খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে সুশীলনের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাঃ গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আজাহার আলী। বে সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামে সুশীলন অফিসে মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শরিফুল্যাহ কায়সার সুমন, সুশীলনের উপ পরিচালক ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ কুঃ মুঃ জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও পর্ষদের সদস্য মোস্তফা কবিরুজ্জামান মন্টু, বন্ধু কল্যান এর সেক্রেটারী সৈয়েদ মাহমুদুর রহমান, খুলনা বেতারের শিল্পী শিক্ষিকা কনিকা রানী সরকার, সুশীলনের অডিট অফিসার রবিন্দ্রনাথ মন্ডল, কৃষ্ণনগর ইউপির প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালী প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার গনমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সূধী, সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুফল ভোগীগন।
উল্লেখ্য যে, সুশীলন ৩৩ বছর যাবৎ দেশের অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করে আসছেন। বেকারত্ব ঘুচিয়ে সাবলম্বি করেছেন হাজার হাজার পরিবারকে। পথ দেখিয়ে আলোর পথে নিয়ে তাকে সমাজের একজন হওয়ার নেপথ্যে বিশেষ অবদান রেখেছেন সুশীলন নামক এই সংস্থাটি।