শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম’র নির্দেশনায় এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এলএসডি ও হেরোইন উদ্ধার করায় বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান মাননীয় আইজিপি কলারোয়া থানা পুলিশকে অর্থ পুরষ্কার প্রদান করেন। ২
২/১১/২০২৩ তারিখ সাতক্ষীরা জেলার পুলিশ সুপার উক্ত পুরষ্কার কলারোয়া থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করেন। কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে মাননীয় আইজিপির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় আইজিপি মহোদয় এই পুরষ্কারে কলারোয়া থানা তথা সাতক্ষীরা জেলা পুলিশের প্রত্যেক সদস্য আনন্দিত এবং গর্বিত। আগামী দিন গুলোতে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশ আরো প্রশংসনীয় কাজ করবে বলে আমরা সকলেই আশাবাদী।