বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পাইকগাছা আইনজীবী সমিতি’র প্রজেকশন মিটিং

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২২, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : চার দিন পর পাইকগাছা আইনজীবী সমিতি’র ২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে সমিতির ২য় তলা ভবনে প্রধান নির্বাচন কমিশনারের আয়োজনে প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রজেকশন মিটিং এ সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. শফিকুল ইসলাম।

সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. শেখ বারিকুল ইসলাম ও উত্তম কুমার সানা এর সঞ্চালনায় সিনিয়র আইনজীবী, সকল প্রার্থী স্ব স্ব নির্বাচনী ইশতেহার তুলে ধরেন, বক্তৃতা করেন, সিনিয়র আইনজীবী গাজী আব্দুস সবুর ও কিশোরী মোহন মন্ডল, সভাপতি প্রার্থী অ্যাড. পঙ্কজ কুমার ধর, প্রশান্ত কুমার মন্ডল ও আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি প্রার্থী অ্যাড. প্রশান্ত কুমার ঘোষ ও মো. কামরুল ইসলাম এবং অ্যাড. মো. আ. মজিদ গাজী, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. শেখ তৈয়ব হোসেন ও এস এম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক প্রার্থী অ্যাড. মো. বেলাল উদ্দিন , সদস্য প্রার্থী শরিফা খাতুন জিএম ইব্রাহীম হোসেন ও মো. মোহ্তাছিম বিল্লাহ। এসময়ে অ্যাড. সমীর কুমার বিশ্বাস, পরিমল সরকার, পিযুষ কান্তি সরকার, চিত্ত রঞ্জন সরকার, জিএম আব্দুস সাত্তার, মো. মোজাফ্ফর হাসান, প্রধীশ হালদার, সুকল্যাণ সানা, অজিত কুমার মন্ডল, সুকান্ত রায়, সুকল্যাণ সানা, মো. আমিনুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডল, শেখ আ. রশীদ, জিএম আমজাদ হোসেন, সুকুমার দেবনাথ, মো. মনিরুল ইসলাম, দিপঙ্কর সাহা, মো. নাজির আহম্মদ, সফিকুল ইসলাম, রেখা রাণী বিশ্বাস, রেহানা পারভীন, শিবু প্রসাদ সরকার, শেখ আঃ কালাম আজাদ, রাশনা শারমিন, একরামুল হক, বিজয় কৃষ্ণ মন্ডল, কাজী সাইফুল ইসলাম, মলয় কান্তি মন্ডল সহ বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত পঙ্কজ কুমার ধর – নূর প্যানেল, সম্মীলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত রাজ্জাক প্যানেল এবং বাম ঐক্যজোটের প্রশান্ত কুমার মন্ডল ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন।

প্রার্থীরা নির্বাচিত হলে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যে পূরণে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা ব্যক্ত করেন। তারা ভোটারদের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরে ভোট দিয়ে বিজয়ী করার আহŸান জানান। নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. শফিকুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. শেখ বারিকুল ইসলাম ও উত্তম কুমার সানা। নির্বাচন কমিশনার এর অফিস হতে ১৫ থেকে ১৬ নভেম্বর মনোনয়ন পত্র গ্রহণ, ১৯ নভেম্বর বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল ও বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

২০ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও বিকালে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৬ নভেম্বর সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বলে সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. উত্তম কুমার সানা জানান। মোট ভোটার ৭১ জন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থী এবং তাদের সমর্থক গণ ব্যস্ত সময় পার করছেন। তারা আদালত প্রাঙ্গণে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। দিচ্ছেন নানা উন্নয়ন মূলক প্রতিশ্রুতি। মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও আর্শীবাদ কামনাপরাগ পাশাপাশি ভোটের আবেদন জানাচ্ছেন। নির্বাচনী প্রচারনা উপলক্ষ্যে নবীন ও প্রবীণ আইনজীবীদের মধ্যে সম্পর্কের মেলবন্ধন আরও সুদৃঢ় হচ্ছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শিক্ষক সমিতির সাবেক সভাপতি আশরাফ আলী সিদ্দিকীর ইন্তেকাল

সাংবাদিক হাফেজ জিএম আব্বাস উদ্দিনের পিতার জানাযা সম্পন্ন

সাতক্ষীরা ১ ও ২ আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা

সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

তালায় বাল্যবিবাহে প্রশাসনের নিষেধাজ্ঞা জারি!

সাতক্ষীরা আইনজীবী সহকারী রিপোর্টার্স ইউনিটের সভাপতি বাবলুর রহমান-সম্পাদক আমিনুল হক

আশাশুনিতে জামায়াতের পৃথক ২টি দায়িত্বশীল বৈঠক

পাইকগাছায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নৃত্যদিবস উদযাপন

টিআর কাবিখা ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করলেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি