শেখ মোশফেক আহম্মেদ : সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব নাজিম উদ্দিনের উপস্থিতিতে কেএফডাবিøউ এর ক্রিম প্রজেক্টের আওতায় সাতক্ষীরা পৌরসভাধীন সকল ওয়ার্ডে ২৬৪২১ মিটার পাইপ লাইনের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান মনের ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড এর সাথে চুক্তি সম্পাদন করা হয়েছে।
উক্ত পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হলে সাতক্ষীরা পৌরসভায় পানি সরবরাহে যে সমস্যা সেটা অনেকাংশে লাঘব হবে। সম্পাদিত চুক্তির পরিমাণ ৬৪৭২২২৮০.৭০৭ টাকা। উক্ত চুক্তি অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং প্রকৌশল শাখার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।