শেখ মনিরুল ইসলাম : বুধবার সাতক্ষীরা আলিপুর ইউনিয়নের কুলপোতা গ্রামে শ্রী শ্রী হরি চাঁদ মন্দিরে শ্রী দীপঙ্কর বৈরাগীর নেতৃত্বে চারদলীয় হরিচাঁদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রী দীপঙ্কর বৈরাগীর সহযোগিতায় শ্রী অনিল শ্রী অনিল সরকারের বাড়িতে দান করা সম্পত্তিতে হরিচাঁদ ঠাকুরের পূজা মন্ডপে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রী দীপঙ্কর দলপতির সঙ্গবদ্ধগণ শ্রী ঝন্টু সরকার, স্বপন সরকার কালা, শ্রী হিরো হিরো মন, দীপাল শীল, অপু সরকার, আশুতোষ সরকার, বাদল শীল, বাউল শীল, বিটুল হাওলাদার, শীল সরকার, সুমন্ত রায়, আনন্দ সরকার, প্রভুতুর রায়, বিশ্বজিৎ সেন, দীপন দলপতি দীপঙ্কর বৈরাগী সাতক্ষীরা জেলার মতুয়া স¤প্রদায়ের জেলা সভাপতি।
প্রতিবছর এই মাসে একই সময়ে অনুষ্ঠানটি উদযাপন হয়। অনুষ্ঠানে ৫ থেকে ৭০০ লোকের খাওয়ার আয়োজন করা হয়। হাজার হাজার ভক্তগণ উপস্থিত হয়। এই দিনে এই রাত্রেই হরিচাঁদ ঠাকুরের ভক্তগণ স্মরণ করেন এবং ধর্মীয় আলোচনা হয়। উক্ত আলোচনায় সাতক্ষীর জেলার বহু দল অংশ নেয় ভক্তগণের ধর্মীয় কথায় মানুষের চোখে জল নেমে আসে।