শিমুল পাল, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১.৩০টার দিকে বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, আশাশুনি থেকে যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী মিনিবাস সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়।
ঘটনার সময় যাত্রীবাহী মিনিবাসটি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই মিনিবাসের সামনের চাকা বাস্ট হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে একটি খাদে গিয়ে পড়ে। স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের দ্রæত উদ্ধার করে। এ সময় বাসের চালক ও হেলপার কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও আশাশুনি ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আশাশুনি ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান আহতদের মধ্যে কয়রা উপজেলার বামিয়া গ্রামের সুরত আলী সরদারের ছেলে ইমান আলী সরদার মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে আশা শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বাসে থাকা অন্যান্য যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
বিষয়টি জানতে পেরে আশাশুনি থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নেন।
এদিকে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চলাচলরত মিনিবাসের চালকদের দক্ষতা বৃদ্ধি এবং যাত্রীবাহী যানবাহনের শতভাগ ফিটনেস নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি খাদে পড়েছিল।