বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরা-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন উপজেলা চেয়ারম্যান লাল্টু

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২৩, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ

শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সংসদীয় আসন ১০৫,সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আ’লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে শত শত আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলসহকারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত¡রে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম লাল্টু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি যাতে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হতে পারেন সেলক্ষ্যে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের নীতি নির্ধারকদের নিকট দাবি করেন।

এ তিনি আরও বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ করি। আমার পরিবারও আওয়ামী পরিবার। ছাত্রজীবনে ছাত্রলীগের সভাপতি ছিলাম, যুবলীগের নেতৃত্ব দিয়েছি,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছিলাম, দুই বার ভাইস চেয়াম্যান ছিলাম, বর্তমানে জেলা আ’লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। তাই এবার সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। তিনি আশাবাদী আওয়ামী লীগ থেকে তিনি এবার মনোনয়ন পাবেন।

এ ছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি স.ম মোরশেদ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক, জাকির হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ, ভুট্টোলাল গাইন, মারুফ হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম,ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা,পৌর কাউন্সিলর তুহিন, আলফাজ উদ্দীন, আব্দুল মান্নান,ফরিদ হোসেন,সরসার ইমরান, রাসেল, আতাউর রহমান, নূরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মী।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত