ডেস্ক রিপোর্ট : একসময়ের প্রধান অর্থকারী ফসল সোনালী আশ বা পাট আজ বিলুপ্তির পথে। দেশের পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় পাটের স্বর্গ যুগ হারিয়ে গেছে। পাটজাত পন্যের জায়গায় স্থান নিয়েছে বহুজাতিক কোম্পানির প্লাস্টিক ও পলিথিনের পন্য। যা পরিবেশের জন্য বয়ে আনছে হুমকী।
এমনই পরিস্থিতিতে সোনালী আশ পাট রক্ষায় অভিনব প্রচারণা চালাচ্ছেন ভোলার চরফ্যাশনের শ্রমিক আব্দুল মালেক। ভোলার চরফ্যাশন থেকে একক পদযাত্রায় তিনি এসেছেন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে। শুক্রবার দুপুর ১২ টার দিকে মাথায় পাটের রুপি, বসনে পাটের পাঞ্জাবি ও কোর্ট এবং হাতে পাটের ব্যাগ দ্বারা সজ্জিত হয়ে পাট রক্ষায় প্লাকার্ড হাতে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকে তাকে দাড়িয়ে থাকতে দেখা যায়।
কথা প্রসঙ্গে তিনি বলেন, “পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হলেও এখন আর পাটের ব্যাপক চাষ হয় না। যেটুকু চাষ হয় তা শিল্পের কাজে লাগে না। পরিবেশ রক্ষায় রাষ্ট্রীয় প্রণোদনায় অবিলম্বে পাটকলসমূহ চালু করতে হবে। পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধ করে পাটজাত পণ্যের ব্যবহারে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে।” সোনালী আশ পাটের ঐতিহ্য রক্ষায় সরকার ও দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানান তিনি।