ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের শরিফুল ইসলাম (২১) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী গ্রামের ফজলুর রহমানের ছেলে। শরিফুল ইসলাম জন্মের পর থেকে কালিগঞ্জ উপজেলার রতনপুর পীরগাজন গ্রামের তার নানা আব্দুল গনি মোড়লের বাড়িতে তার মায়ের সাথে বসবাস করতো।
কিছুদিন আগে দুলাবালা গ্রামের আমিনুর রহমানের মেয়ে মিনা খাতুনের সাথে তার বিয়ে হয়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদকাসক্ত হয়ে কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিল। একপর্যায়ে নানার বাড়িতে পরিবারের সকল সদস্যদের অজান্তে বিষপান করে। বিষয়টি বুঝতে পেরে দ্রæত তাকে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে।
চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সে মৃত্যুবরণ করে। এ ঘটনা থানা পুলিশকে অবহিত করলে উপপরিদর্শক নকিব পান্নু মরদেহ উদ্ধার করে থানায় আনেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্ত করা হবে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে সে বিষপানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত ঘটনা জানা যাবে।