শুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পাইকগাছায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২৪, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ

নজরুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা সরকারি নীতিমালা অনুযায়ী সম্পন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট ওলামায়েকেরামদের সহযোগিতা নিয়ে এ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন উপজেলা নিয়োগ কমিটি।

এদিকে, গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা প্রভাবমুক্ত স্বচ্ছ ভাবে সম্পন্ন করায় নিয়োগ কমিটিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। এসময়ে উপস্থিত ছিলেন, নিয়োগ পরীক্ষা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, সদস্য প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, ওসি প্রতিনিধি এস আই মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা মো. অজিয়ার রহমান, পাইকগাছা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. আজহার আলী এবং সদস্য সচিব উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার বিল্লাল হোসাইন। বিশিষ্ট ওলামায়েকেরামদের মধ্যে ছিলেন, অধ্যক্ষ তামিমুল মিল্লাত রহমাতিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম নাজমুল সউদ, কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, শিববাটি কাওমী মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আকবর হোসাইন, ইসলামিক ফাউন্ডেশন এর বিভাগীয় মাস্টার ট্রেইনার মাওলানা মো. কামরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাও. জালাল উদ্দিন, পাইকগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব শামসুদ্দীন আহমাদ।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় পাইকগাছা উপজেলা পরিষদ এলাকার মধ্যেই নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ইতোমধ্যে নবনির্মিত দৃষ্টিনন্দন মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মসজিদটি সুন্দরভাবে পরিচালনার জন্য মসজিদের পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এর মতো গুরুত্বপূর্ণ ৩টি পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পেশ ইমাম পদে আবেদনকারী ২২ জন আবেদনের মধ্যে ১৭ জনকে যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেন। তারমধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৫ জন, মুয়াজ্জিন পদে আবেদনকারী ১০ জনের সকলেই এবং দুটি খাদেম পদে আবেদনকারী ৫ জনের মধ্যে ৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। বিশেষ জ্ঞান সম্পন্ন জেলা ও স্থানীয় পর্যায়ের আলেমগণের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে লিখিত ও মৌখিক ভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

চুড়ান্ত ফলাফল অনুযায়ী পেশ ইমাম পদে প্রথম স্থান অধিকার করেছেন উপজেলার হরিঢালী ইউনিয়নের উলুডাংগা গ্রামের মো. মোকছেদ আলী মোড়লের ছেলে মো. আশরাফুল ইসলাম, মুয়াজ্জিন পদে দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের মো. জাহান আলী সানার ছেলে ওমর ফারুক, খাদেম পদে শ্রীকন্ঠপুর গ্রামের মো. আনসার আলী সানার ছেলে মো. সাইফুল ইসলাম ও মো. খতিব মোড়লের ছেলে মো. নাজমুল হাসান।

এ ব্যাপারে নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন স্থানীয় এবং খুলনার বিশেষজ্ঞ আলেমগনের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। তবে চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন সন্তোষজনক হলে নিয়োগ চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন করতে সকল সহযোগিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।

সর্বশেষ - সাতক্ষীরা সদর