সকাল ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসন থেকে সর্বমোট ৮ জন প্রার্থী তৃণমূল বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন। প্রতিদ্ব›িদ্বতা পূর্ণ অবস্থায় কাঙ্ক্ষিত মনোনয়ন পেতে লবিং গ্রæপিং চালিয়ে যাচ্ছেন তারা। তৃণমূল বিএনপির মনোনয়ন সংগ্রহের প্রথম দিন গত ১৮ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত রাজধানীর তোপখানা রোডস্থ পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে তারা সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। অতীতে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন না এমন ব্যক্তিরাও সাতক্ষীরা থেকে এমপি হওয়ার জন্য তৃণমূল বিএনপির অফিসে দৌড়ঝাঁপ করে মনোনয়ন সংগ্রহ করেছেন।
বিশ্বস্ত সুত্রে জানা যায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সুমি ইসলাম ও আনারুল ইসলাম। সাতক্ষীরা-২ (সদর) আসনে এড. মোস্তফা ইমরান মেহেদীর বড় ভাই মোস্তফা ফারহান মেহেদী মনোনয়ন সংগ্রহ করেছেন। সদর আসন থেকে তিনি একক মনোনয়ন প্রত্যাশী। সাতক্ষীরা-৩ (আশাশুনি -দেবহাটা-কালিগঞ্জ) আসনে নাদিমুল ইসলাম মাহমুদ এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসন থেকে বিশিষ্ট সার্জন অধ্যাপক ড. আসলাম আল মেহেদী, আব্দুস সাত্তার এবং মোঃ মিজানুর রহমান মনোনয়ন সংগ্রহ করেছেন।
শনিবার (২৫ নভেম্বর) তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এসময় সাতক্ষীরার মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাৎকার নেওয়া হবে। ২৫ ও ২৬ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে ৪০৩ টি মনোনয়ন ফরম বিক্রি করে তৃণমূল বিএনপি।