ই.এইচ সুজন, কুল্যা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কুল্যার মোড়ে ক্যামেরার উদ্বোধন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী।
আশাশুনি থানায় এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও হাট বাজারের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরায় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী।
এরই ধারাবাহিকতায় আশাশুনির কুল্যার মোড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ব্যবসায়ীদের নিরাপত্তা রক্ষায় এ সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি ফেরদৌস পলাশ, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন খান, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী,উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদ, আওয়ামী লীগ নেতা শেখ আশরাফুল ইসলাম, কৃষকলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, আশাশুনি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাংবাদিক মেঘদাত হাসান রানা, আবুল হাসান,জ্বলেমিন হোসেন, ই.এইচ সুজন, মোঃ খায়রুল ইসলাম প্রমুখ।
সিসিটিভি স্থাপনের ফলে আশাশুনির প্রবেশদ্বার কুল্যার মোড় এই এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা প্রশাসনের অনুক‚লে থাকবে বলে জানান স্থানীয়রা।