তাপস সরকার, তালা : সাতক্ষীরার তালায় সাব-ইন্সপেক্টর বজলুর রহমান বিশ্বাসের মা মাফুজা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খুলনায় ছেলের বাসায় স্ট্রোক জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মাফুজা বেগম উপজেলা খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের মৃত ইন্তা বিশ্বাস স্ত্রী।
তার বড় ছেলে বজলুর রহমান খুলনায় পুলিশের বিশেষ শাখা সিকিউরিটি সেল ও ছোট ছেলে এসআই ইসমাইল হোসেন খুলনায় আদালত কোর্ট জিআরও হিসেবে কর্মরত আছে। শনিবার দুপুরে হাজরাকাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলী, জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সহ-সভাপতি সেকেন্দার আবু জাফর বাবু, ইউপি সদস্য গাজী সেলিম হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রব প্রমুখ।