নিজস্ব প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে প্রথম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদে বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
সাতক্ষীরা-০২ আসনে আলহাজ্ব আসাদুজ্জামান বাবুকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতজ্ঞা ও আসাদুজ্জামান বাবু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সদরের তালতলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তালতলা-গোপিনাথপুর ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রবিবার সন্ধায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলামের নেতৃত্বে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে তালতলা স্কুল মোড়ে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিনুল হাবিব মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, হাসানুজ্জামান, অহিদুজ্জামান, দীনেশ মন্ডল, ভবরঞ্জন মন্ডল, তহিদুল ইসলাম, আব্দুর রহমান গাজী প্রমুখ।