এ. মাজেদ : এবছরেও ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হযরত আবু বকর সিদ্দিক র. ইসলামীয়া কামিল মাদ্রাসা। বিগত বছরের ধারাবাহিকতায় এবছরেও আলেম পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি।
সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে এ+ ০৭ জন, এ গ্রেড-৩৬ জন, এ- ৮জন, বি গ্রেড ৬জন এবং সি গ্রেড ০৯- জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পরিবেশ, শিক্ষারমান এবং প্রশাসনিকসহ বিভিন্ন পর্যায়ে যাচাই-বাচাই পূর্বক জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে মনোনীত হয়েছে।
এব্যাপারে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমান জানান সকল শিক্ষার্থী, শিক্ষকমন্ডলীর কঠোর প্ররিশ্রম, ব্যবস্হাপনা কমিটি,অভিভাবক সদস্য এবং এলাকাবাসী সকলের সহযোগীতার ফলে লেখা-পড়ার মান উন্নয়ন হয়েছে। তিনি জানান, আগামীতে সাফল্য ধারাবাহিকতা অব্যহত রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রতিষ্ঠানটি সাতক্ষীরা -আশাশুনি সড়কের পাশে জাহানাবাজে অত্যন্ত মনোরম পরিবেশে স্থাপিত। শুরু থেকেই সুনামের সাথে সাফল্য অর্জন করায় সাতক্ষীরা জেলায় প্রশংসা অর্জন করেছে। ফলশ্রুতিতে বৃহত্তর খুলনা বিভাগে ১০জেলার বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা মাদ্রাসার আবাসিক হোস্টেলে অবস্থান করে পড়াশুনা করে আসছে।