ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে সরকারি বিধি নিয়ম অনুযায়ী (১০৮)শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) সাতক্ষীরা(৪) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে আজ মঙ্গলবার সকালে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমানের পক্ষে কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন নির্বাচনী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফজলুল হক পরবর্তী সময়ে একই দিনে মঙ্গলবার(২৮ নভেম্বর) বেলা ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা মহোদয়ের নিকট হইতে মনোনয়নপত্র ফরম আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন উপজেলা সাবেক সমাজসেবা অফিসার মোঃ মামুন হোসেন, উপজেলা আইসিটি অফিসার হেমেশ চন্দ্র, উপজেলা জাতীয় পার্টির প্রবীণ সদস্য শেখ আহাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুব সংহতির সভাপতি ফজলুল হক, সাংবাদিক ফজলুল হক, জাতীয় পার্টির নেতা ও সাংবাদিক সাইফুল বারী সফু, সুকুমার দাস বাচ্চু, আহমাদুল্লাহ বাচ্চু আল ইমন, আতিকুর রহমান, হাফিজুর রহমান শিমুল প্রমুখ এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি গোলাম রেজা সমর্থনকারী ব্যক্তিবর্গ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।