বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আগরদাড়ীর দত্তডাঙ্গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২৯, ২০২৩ ১২:০৩ পূর্বাহ্ণ

শামীম রেজা : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামে সরকারি আইন অমান্য করে সম্পুর্ন অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। সরেজমিনে জানা গেছে, দত্তডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র শফিকুল ইসলাম সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পুর্ন অবৈধ ভাবে জোর পূর্বক অবৈধ ড্রেজার মেশিন দিয়ে প্রায় আধা কিলোমিটার দূর থেকে পাইপ দিয়ে এলাকার লোকজনের ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে নিজ বাড়ির পুকুর ভরাট করছে।

এসময় ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের অবৈধ ড্রেজার মেশিন মালিক ইসমতুল্যাহ ও আয়ুব আলী এ প্রতিনিধিকে জানান, আমাদের ২টা মেশিন দিয়ে গত এক সপ্তাহ আগে ৩লাখ ৭০হাজার টাকা চুক্তিতে বালু উত্তোলন করা শুরু করেছি এবং শেষ করতে আরও ১৫দিন সময় লাগতে পারে। তবে বালু উত্তোলনের কাজটি পেতে এক দালালকে ১০হাজার টাকা দিতে হয়েছে।

এব্যাপারে বালু উত্তোলনকারী শফিকুল ইসলাম জানান-আমাকে বালু উত্তোলন করে পুকুর ভরাট করার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তাই পুকুর ভরাট করছি। আপনাদের কিছু জানার থাকলে চেয়ারম্যানের সাথে কথা বলেন।

বিষয়টি জানতে চাইলে আগরদাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন সাংবাদিকদের জানান, বালু উত্তোলনের বিষয় আমি কিছুই জানি না।

আপনার মাধ্যমে এখন জানতে পারলাম। আমি আজকের মধ্যে বালু উত্তোলন বন্ধ করে দিচ্ছি। এব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা জানান, আমি বিষয়টি জানি না, কেউ অবৈধ ভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন এলাকাবাসী অবিলম্বে সরেজমিনে তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত