আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পঞ্চবার আ’লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আশাশুনি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল।
জেলা আ’লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্লা, আলমগীর আলম লিটন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, স ম সেলিম রেজা মিলন, এস এম হুমায়ুন কবীর সুমন, শাহাবুদ্দীন সানা, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা কৃষক লীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দিন, আশাশুনি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, বড়দল ইউনিয়নের সভাপতি সুরঞ্জন সানা, আব্দুর রহমান ফকির, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান বিপুল, এস এম সাহেব আলী, যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিট, তাঁতী লীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম সহ নেতাকর্মীবৃন্দ।