এ এফ এম মাসুদ হাসান, শ্যামনগর প্রতিনিধি : সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে বুধবার সকাল ১০টা থেকে সাব-রেজিস্টার জুবায়ের হোসেনের সভাপতিত্বে সকল নকল নবিশ গণ ও দলিল লেখকদের উপস্থিতিতে কাজের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা ২০২৩-২০২৪ অর্থবছর অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়ার সাব-রেজিস্টার ইমরুল হাসান। শ্যামনগর সব- রেজিস্ট্রি অফিসের সহকারী ভীম চন্দ্র ঘোষ, টিসি মোহরার মোহসিন রেজা, ইকবাল হোসেন, তাপস, নকল নবিশ শামসুল হুদা, বিধান মন্ডল, সুমন, রামপ্রসাদ মন্ডল, জগদীশ মন্ডল, হাবিবুর, রিক্তা সহ আরও নকল নবিশগণ এবং দলিল লেখকদের মধ্যে এ এফ এম মাসুদ হাসান, আলমগীর হায়দার, এস কে সিরাজ, মাহাবুব আলম সুদান তৈয়ব হুসাইন, গাজী কয়েস, হামিদুর কাকন, শ্যামল কুমার দাস, ভবসিন্ধু মৃধা, হাজী মাহবুবুর রহমান, হাজী আশরাফুল হাসান, শেখ সালাউদ্দীন, আবুল কালাম, পরিতোষ মন্ডল সহ আরও দলিল লেখক বৃন্দ। কর্মশালা শেষে সাব-রেজিস্ট্রার জুবায়ের হোসন সকল নকল নবিশ ও দলিল লেখকদের কে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানটি সমাপ্ত করেন।