শহর প্রতিনিধি : সাতক্ষীরার কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আবুল কাসেম। বুধবার সকালে এ উপলক্ষ্যে বিদ্যালয়ের অফিস কক্ষে অভিষেক অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক রোখসানা পারভীন, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক আজকের তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি সৈয়দ রফিকুল ইসলাম শাওন, হাসান ঔরঙ্গীন ময়না, শিক্ষক প্রতিনিধি স্বপন কুমার সানা প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে প্রত্যাশা করা হয়, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিজ কর্মদক্ষতা ও ভালো আচরণ দিয়ে আবুল কাসেম যেমন সবার মন জয় করেছিলেন,তেমনি তিনি তার কর্মদক্ষতা দিয়ে কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মন জয় করবেন।