কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে জনগণের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক সাংসদ ও হুইপ এইচ এম গোলাম রেজা। ১০৮ শ্যামনগর কালিগঞ্জ (আংশিক) সাতক্ষীরা ৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বি এন এম দলের দলীয় মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জনাব এইচ এম গোলাম রেজা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মনোনয়ন পত্র দাখিল করে বেলা ৩টায় কালিগঞ্জ কাকশিয়ালি ব্রিজের উপর থেকে শত মোটরসাইকেল শোভোযাত্রা নিয়ে হাজার হাজার এলাকার সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে গণসংবর্ধনা দিয়ে বরণ করে নেন।
এ সময় যথাক্রমে হিসেবে উপস্থিত ছিলেন হুসেইন মুহম্মদ মায়াজ, শামা মনিকা মায়াজ, শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ, সহকারী অধ্যাপক আবদুল হামিদ, মোখলেছুর রহমান মনি ফজলুল হক,জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক শেখ সাদেকুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদের, রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ, আকরাম হোসেন বাপ্পী, ইয়াসমিন হোসাইন, ইউপি সদস্য নাছির উদ্দিন, কামরুল ইসলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মনোয়ার হোসেন, জেলা জাতীয় তরুণ পার্টির নেতা ইয়াসিন আলী,কমল বিশ্বাস, জাতীয় পার্টির নেতা এডভোকেট মনসুর আলম , জাতীয় পার্টির সদস্য সচিব হাফেজ আব্দুর রশিদ প্রমুখ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।