ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশন কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় অফিস সূত্রে জানা গেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বশেষ ৪ জন পদপ্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন কমিশন নির্বাচন অফিসারের কার্যালয় অফিস বুধবার (২৯ নভেম্বর )বিকেলে নির্বাচনী কার্যালয়ে ঘুরে এসে জানা গেছে এ পর্যন্ত সর্বশেষ ৪জন পদপ্রার্থী নির্বাচন কমিশন কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী হিসেবে সরকারি বিধি নিয়ম অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনী ফরম সংগ্রহ করেছেন।
সংসদ সদস্য পদ প্রার্থীরা হলেন কালিগঞ্জ দেবহাটা আশাশুনি (১০৭) নির্বাচনী এলাকা সাতক্ষীরা(৩) আসন থেকে গত সোমবার (২৭ নভেম্বর)বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি) এবং বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল) দল থেকে বুধবার (২৯ নভেম্বর) শেখ তারিকুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) (১০৮) সাতক্ষীরা (৪) আসন থেকে সাবেক সংসদ সদস্য ও হুইপ এইচ এম গোলাম রেজার পক্ষে ইউপি সদস্য আব্দুল কাদের গত রবিবার (২৬ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পক্ষে সাবেক ইউপি সদস্য ফজলুল হক গত মঙ্গলবার (২৮ নভেম্বর) নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সর্বশেষ বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টা কালিগঞ্জ নির্বাচন কমিশন কার্যালয় অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।