মণিরামপুর প্রতিনিধি : মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর কাছারীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে।
উক্ত ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মিনতি রাণী মন্ডলের সভাপতিত্বে উপস্হিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালিপদ মন্ডর, সাবেক সভাপতি সনজিত বিশ্বাস, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুচ আলী মোল্যা, প্রভাষক দিপালী রানী বকসী, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের প্রভাষক তহমিনা পারভীন, শেখর বিশ্বাস, উজ্জ্বল কুমার বালা, সাবেক ইউপি মেম্বর মোঃ ইউনুছ আলী, মনোহরপুর কাছারীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ ইব্রাহিম আলম,সাংবাদিক জি এম ফিরোজ উদ্দিন।
এসময় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। প্রতি শ্রেণিতে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ মা দেরও পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন মনোহরপুর কাছারী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাহিদ সুলতানা।