শ্যামনগর প্রতিনিধি : আয়োজনে বনবিবিতলা সিসিআরসির সেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। (২৯ ও ৩০ নভেম্বর ২০২৩) বুধবার ও বৃহস্পতিবার সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের আয়োজনে বনবিবিতলা সিসিআরসির সেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সিপিপির ইউনিয়ন লিডার মোঃ হেলাল মাহমুদ ও সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন বনবিবিতলা সিসিআরসির সভাপতি ও ২ নং ওয়ার্ডের বনবিবি তলা গ্রামের ইউ পি সদস্য মোঃ মাহাতাব উদ্দীন সরদার, সম্পাদক মোঃ সাইফুদ্দীন লস্কর সহ বনবিবিতলা গ্রামের সেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের মাঠ সংগঠক মিঃ কংকন বৈরাগী ও মিস দিল আফরোজ হিসাব রক্ষন কর্মকর্তা মিসেস ন্যান্সি বিশ্বাস, কেয়ার টেকার মিঃ অখিল মন্ডল।
দুই দিন ব্যাপি প্রশিক্ষণটির সঞ্চালনায় ছিলেন মিঃ জগদীশ সরদার। প্রশিক্ষণ টির মাধ্যমে দুর্যোগের সময় বনবিবিতলা গ্রামে সেচ্ছাসেবকদের দুর্যোগ মোকাবেলায় করনীয় কি তা জানতে পেরেছে যেটি দুর্যোগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভ‚মিকা পালন কারবে।