শহর প্রতিনিধি : সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সামনে হতে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে সাতক্ষীরা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ জয়ন্ত সরকার, ডাক্তার মুক্তাদির তামীম, সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক আবুল কাশেম, ঢাকা আহ্ছানিয়া মিশন এর ইনচার্জ এস এম রায়হান নেছার প্রমুখ।
এসময় জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসারসহ অফিসের কহর্মকর্তা, বিভিন্ন এনজিও, নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টিবিএল মেডিকেল অফিসার তিতীর্থ ঘোষ।