নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ০২ আসনে নৌকা বিজয়ের লক্ষে সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকালে শহরের পুরাতন সাতক্ষীরায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিমের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশির সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী।
এছাড়া বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল কবির খোকন, নেতা কামরুল ইসলাম, তাইফুল ইসলাম, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবুজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা, পৌর ৭ নং ওযার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি আব্দুল গফুর, কাজী দোলন, যুবলীগ নেতা আল আমিন, সৈয়দ জাহিদ হাসান, শেখ শরিপুর ইসলাম, মুনতাসিম মাহিম, নাহিদ প্রমুখ।