শেখ মোশফেক আহম্মেদ : পুনাক, সাতক্ষীরার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০২ ডিসেম্ব শনিবার সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সাতক্ষীরার উদ্যোগে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সাতক্ষীরার সভানেত্রী মোছাঃ মরিয়ম খাতুন।
এ সময় পুনাক সভানেত্রী পুনাকের উন্নয়নের বিষয়ে পুনাক সদস্যদের সাথে আলোচনা করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন শাহনাজ সুলতানা, সাধারণ সম্পাদিকা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিতিমা আলীম শিলা, কোষাধ্যক্ষ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা সহ পুনাক, সাতক্ষীরার অন্যান্য সদস্যগণ।