শিমুল পাল, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় স্বপ্নের ছোঁয়া উন্নয়ন ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় বুধহাটা মীম মার্কেটে মীম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।
স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। আলহাজ্ব ডাঃ মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর খান।
সম্মানিত অতিথি ছিলেন, বুধহাটা বাজার কমিটির সেক্রেটারী মোঃ নুরুজ্জামান জুলু, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান, ডাক্তার শাহিনুর আলম শাহিন, মোঃ রবিউল আলম, মোঃ বাবুল হোসেন, মোঃ মিজানুর রহমান গাজী, মোঃ আফতাবুজ্জামান খোকন, মোঃ জহির আলিম, মোঃ আনারুল ইসলাম, সাংবাদিক হাসান ইকবাল মামুন। বিভিন্ন সংগঠন থেকে বক্তব্য রাখেন, মইনুল ইসলাম মিঠু, শিক্ষক ইয়াদ আলী, মোঃ আইয়ুব হোসেন রানা, মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ আমিনুর রহমান, মোঃ মহিবুল্লাহ, মোঃ হামিদুল ইসলাম, মোঃ মুশফিকুর রহমান রিজভী, মোঃ মিজানুর রহমান, মোঃ রিয়াদ হোসেন, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ সবুজ হোসেন, হাফেজ মোঃ সায়েম, স্বপ্নের ছোঁয়া উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে আলোচনা রাখেন, হাফেজ মোঃ আছাফুর রহমান, গাজী আঃ সামাদ, মোঃ অহিদুজ্জামান, মোঃ আফতাবুজ্জামান খোকন, মোঃ সাইফুল্লাহ, মোঃ রমজান আলী, মোঃ নাঈম হোসেন, অ্যাডভোকেট জাকির হায়দার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল আলিম, মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ আমিনুর রহমান। সবশেষে ক্রেস্ট প্রদান করা হয়।