এ. মাজেদ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরে ২ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা)।
আলোচনার শুরুতে তিনি নেতা, কর্মী এবং সমার্থকদের সাথে কুশল বিনিময়ান্তে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান করেন। ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার আহবান জানান তিনি।
কর্মী সমাবেশে উপস্থিত সকলেই দলমত নির্বিশেষে জনবান্ধব নেতা আসাদুজ্জামান বাবুকে সাতক্ষীরা সদর ২আসনের মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাবেশে উপস্থিত সকলেই প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আশ্বাস দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুল হক, নির্মল মন্ডল, গ্রাম্য চিকিৎসক মোস্তাক আহমেদ, রফিকুল ইসলাম, আল. মো. আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তবিবর রহমান, সাবেক সভাপতি আব্দুল ওহাব চৌধুরী প্রমুখ।