অহিদুজ্জামান খান : সাতক্ষীরা পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরের প্রণোদনার আওতায় ৩২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২ কেজি করে উচ্চ ফলণশীল হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর)সকালে সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সহায়তায় পৌরসভা চত্বরে এ বীজ বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯ নং ওয়ার্ডের কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেন পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াসিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের কৃষকবৃন্দ।