লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মাদিয়া গ্রামের রাজিব গাইন অজানা কঠিন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার অজানা ভীতি ও জীবন রক্ষার আকুতি সজনদের দিশেহারা করে দিয়েছে। মাদিয়া গ্রামের কার্তিক চন্দ্র গাইনের ২০ বছর বয়সী ছোলে রাজিব গাইন দীর্ঘদিন যাবৎ অজানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসক ও কবিরাজের কাছে চিকিৎসা নিয়ে আসছে। তার শরীরের বিভিন্ন স্থান থেকে ফেটে রকাত বের হয়।
একের পর চিকিৎসকের শরনাপন্ন হলেও রোগ নিরাময় হয়নি। বরং বেড়েই চলেছে। তার হাতসহ বিভিন্ন স্থানে ফুরে ফেপে অস্বাভাবিক আকার ধারন করেছে। অসহায় গরীব পরিবার চিকিৎসা করচ যোগাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। তাকে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসহায় রাজিব গাইনের পরিবারের পক্ষে ব্যয় বহুল চিকিৎসা খরচ যোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। সহৃদয় ব্যক্তি ও সংস্থাকে তার পাশে দাঁড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে। হৃদয়বান ব্যক্তিদেরকে রাজিবের সাথে যোগাযোগের জন্য তার মোবা-০১৭৫০-৮০৬৬৫১ (বিকাশ ও নগদ) নং এ কথা বলতে অনুরোধ জানানো হয়েছে।