দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নিযুক্ত শিক্ষকদের ১৫ দিনব্যাপী প্রাক প্রাথমিক ইনডাকশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিতে রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, সহকারি ইন্সট্রাক্টর শাহেদুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নিযুক্ত অন্তত ১৫জন শিক্ষক অংশগ্রহণ করেন।