শেখ বাদশা, আশাশুনি ব্যুরো : আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারীর সাথে আশাশুনি প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী। এসময় প্রধান অতিথি বলেন আমি এ থানা এলাকায় এর আগে বহুবার এসেছি। আমি সকল সাংবাদিকদের চিনি ও জানি। তিনি আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিক ভূয়ষী প্রশংসা করে বলেন আশাশুনির সাংবাদিকরা অত্যন্ত ন¤্র-ভদ্র ও নমনীয়।
পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক ব্যাখ্যা করে ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন আশাশুনির সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সচেতন মহলের পাশাপাশি বহু সাংবাদিক তথ্য দিয়ে আশাশুনি থানাকে সহযোগীতা করে থাকেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এসময় প্রধান অতিথি সাংবাদিকদের প্রতি আশাশুনি থানা এলাকার গোপনীয় অপরাধ, সমস্যা, সম্ভাবনা ও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশের আহবান জানান এবং আশাশুনিকে একটি সন্ত্রাস বিরোধী, মাদক মুক্ত ডিজিটাল মডেল থানায় পরিনত করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানার সেকেন্ড অফিসার এস আই শাহিনুর রহমান শাহিন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য সমীর রায়, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন ও দপ্তর সম্পাদক শেখ বাদশা।