খুলনা অফিস : খুলনা সাইক্লিং কমিউনিটি এর আয়োজনে কেসিসি ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল সিজন- ০১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টায় খানজাহান আলী সেতুর পশ্চিম পাশের অফ রোডে বিরাট খেয়াঘাট পর্যন্ত আপ-ডাউন ২০ কিলোমিটারের এ রেস অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা সাইক্লিস্টস্ এর মোঃ তাওহিদ হাসান চ্যম্পিয়ন ট্রফি গ্রহনের মর্যাদা লাভ করে। ঢাকার টার্টেল স্কোয়ার্ডের তামিম আব্দুল্লাহ ও সায়েম মাহমুদ যথাক্রমে ১ম রানার্সআপ ও ২য় রানার্সআপের ট্রফি গ্রহন করেন।
মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকি, সুষ্ঠু দেশ বিনির্মানে ভুমিকা রাখি ¯েøাগানে অনুষ্ঠিত রেসটিতে কক্সবাজার, যশোর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার সাইক্লিস্ট টিমের রেসাররা অংশগ্রহণ করে। আইটিটি রেসের কোঅর্ডিনেটর ও খুলনা সাইক্লিং কমিউনিটির এডমিন মো. মোস্তফা কামাল বলেন, খুলনা সাইক্লিং কমিউনিটি একটি অরাজনৈতিক সাইক্লিং সংগঠন সাইক্লিং প্রসারের জন্য সংগঠনটি ফ্রাইডে রাইডিং, মর্নিং রাইডিং, ইভিনিং রাইডিংসহ বিভিন্ন ইভেন্টর আয়োজন করে থাকে। তরুণ প্রজন্মকে সাইক্লিংমুখী করাই এই কমিউনিটির মুল লক্ষ্য। রেসটিকে সাফল্যমÐিত করতে সহযোগিতা করে রাসেল সাইকেল স্টোর, ট্রাভেল গুডস বিডি, স্ট্রাইড স্পোর্টস্ এন্ড ফ্যাশন ওয়ার।