মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর সদর : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের শ্যামনগর উপজেলা যুব ফোরাম গঠনের লক্ষ্যে উপজেলা যুব ফোরাম গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ০৭ ই ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলার প্রগতি সংস্থার সভাকক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় জেলা সমন্বয়কারী মাসুদ রানা প্রকল্প কার্যক্রম ও ফোরাম সদস্যদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উপজেলা যুব ফোরামের আহবায়ক হোসনেয়ারা লিপি এর সভাপতিত্বে উপজেলার ১২ টি ইউনিয়নের ৩০ জন যুব প্রতিনিধির উপস্থিতি এবং সর্বসম্মতিক্রমে ১ জনকে আহবায়ক ও ২ জনকে যুগ্ম-আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে উপজেলা যুব ফোরাম গঠন করা হয়।