জিএমআবু জাফর, নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা নির্বাচন নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হওয়া সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান গন উপস্থিত হয়ে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বাঁশদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুল ইসলাম,আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,কবির হোসেন মিলন, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
এই সময় আরও উপস্থিত ছিলেন কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, ব্রাহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন হোসেন, মনিরুল ইসলাম সহ আরো উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অন্যান্য ব্যক্তিবর্গ এ সময়ে উপস্থিত ছিলেন, সবাই সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার বিদায়ী সংবর্ধনা জানিয়ে ও ব্যক্তিগত জীবন কর্মজীবন আরো সুন্দর হোক সেই প্রত্যাশা কামনা করেন।