সুব্রত কুমার গোলদার, (খাজরা) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের ৫৮ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের সমবাবেশ ঘটে স্কুল গুলেতো।
রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় ৫৮ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকাররি শিক্ষক মনিন্দ্র নাথের সঞ্চলনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান সানার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মেহেদী হাসান, বিদ্যোৎসাহী সদস্য পুরুষ নুরুল ইসলাম প্রমুখ।
এসময় সহকারী শিক্ষক মিনতী রানী, আয়ুব আলী সানা,সদস্য এসমতআরা, সাইফুল ইসলামসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে।
বিদ্যোৎসাহী সদস্য নুরুল ইসলাম অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতা মাতাদের সন্তানদের দিকে সার্বক্ষনিক খেয়াল নিতে হবে। সন্ধ্যার সময় তারা পড়ার টেবিলে বসছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। তাদের খেলার সময় অবশ্যই খেলা করতে দিতে হবে। পরে ১ম ২য় ৩য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার বিতরণ করা হয়। একই দিনে ৫৭ নং পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আর কিছু প্রতিষ্ঠানে জাকজমকপূর্ন ভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার খবর পাওয়া যায়।