রমজাননগর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাথীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ছয়টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।
ররিবার ১০ ই ডিসেম্বর, সকাল ১১ টায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নের্তৃতে¦ রমজাননগর ইউনিয়নের অর্ন্তভুক্ত ৭৬ নং পাতড়াখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২২ নং ভৈরবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২০ নং রমজাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক, ২১ নং সোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬১ নং ভেটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭৭ নং কালিঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এ গফ্ফার মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন বিট অফিসার এস,আই মোঃ বাবুল আক্তার , এ,এস,আই মোঃ মুরাদ শেখ, রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন। অফিসার ইনচার্জ ভোট কেন্দ্র পরিদর্শনকালে ভোট কেন্দ্রসমুহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন করেন। ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে ওসি আবুল কালাম আজাদ স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহবান জানানা। সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শ্যামনগর উপজেলার জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন। এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।