জেলা লিগ্যাল এইড অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং জেলা তথ্য অফিস, সাতক্ষীরার ব্যবস্থাপনায় ১১ ডিসেম্বর ২০২৩ সোমবার সাতক্ষীরা সদা উপজেলার বল্লী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক’ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী এ্যাডভোকেট মুহা. মুনিরুদ্দীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান, বল্লী ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নংওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ঝর্ণা আক্তার, জেলা লিগ্যাল এইড অফিসের মোঃ ইশারব হোসেন প্রমুখ। উঠান বৈঠক অনুষ্ঠানে বল্লী এলাকার দুইশতাধিক বাবা ও মায়েরা অংশ গ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)