ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : আগামী ৭জানুয়ারি ২০২৪ইং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) ১০৮ সাতক্ষীরা-৪ সংসদীয় নির্বাচনী আসনের সাতক্ষীরার কালিগঞ্জ কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের গোলাম রাজার নিজস্ব কার্যালয় সোমবার (১১ ডিসেম্বর) সকালে এক আলোচনা শেষে শ্যামনগর উপজেলার অবহেলিত প্রত্যান্ত অঞ্চল পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথ সভা ও সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বি এন এমের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও হুইপ এইচ এম গোলাম রেজা।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে দিনব্যাপী পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় হাজারো মানুষ উপস্থিত হন গোলাম রেজার নির্বাচনী সংযোগ স্থলে, বিভিন্ন ওয়ার্ডে মোড়ে মোড়ে পথ সভায় সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন তিনি। পদ্মপুকুর ইউনিয়ন বি এন এম দলের সমর্থিত নেতৃবৃন্দের আয়োজনে পথ সভায় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের ২০টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বি এন এমের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পদ্মপুকুর ইউনিয়নের সাধারণ মানুষ সাবেক এমপি এইচ এম গোলাম রেজার সাথে একাত্মতা পোষণ করেছেন, সর্বপরি সাধারণ মানুষ অত্যাচার নির্যাতন জুলুম নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে সংসদ সদস্য প্রার্থী বি এন এমের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বস্ত করেছেন।
এসময় এইচ এম গোলাম রেজা বলেন, আমি সাধারণ মানুষের কল্যাণে কাজ করি, আমি যখন এমপি ছিলাম তখন আমি সাধারন মানুষের অর্থ লুট করি নাই। আমি মানুষের অসহায়ত্ব নির্মূল করে, সবাইকে সাবলম্বী করার জন্য রাজনীতি করি, মানুষের ভালোবাসার খাতিরেই আমি আবার ও প্রার্থী। আপনাদের ভোটে এমপি হবো ইনশাল্লাহ।
এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ইঞ্জিনিয়ার ইউনুস আলী, ইউপি সদস্য আব্দুল কাদের, ইউপি সদস্য আল মামুন, সাংবাদিক আনছার উদ্দিন, ইয়াসিন আলী কামরুল ইসলাম রেজাউল ইসলাম রেজা, সম আবু ঈসা লতিফ হোসেন, চঞ্চল হোসেন আব্দুস সাত্তার সাংবাদিক শেখ আব্দুল হাকিম ডাক্তার জিয়াউর রহমান আলমগীর হোসেন প্রমুখ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।