তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় হাজরাকাটি আদর্শ যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় সৈকত ফুটবল একাডেমি তালা ১-০ গোলে আনিশা ক্লিনিক তালাকে পারজিত করে।
রবিবার (১০ ডিসেম্বর) বিকালে হাজরাকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমান।
সাবেক ছাত্রলীগ নেতা তুহিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহিনুর রহমান খা, সাবেক ইউপি সদস্য আব্দুর রব প্রমূখ। খেলা পরিচালনা করেন, বরুণ কুমার সানা। সহযোগী পরিচালনার দায়িত্ব পালন করেন, মোঃ আফজাল হোসেন ও উত্তম কুমার বাছাড় এবং সার্বিক দায়িত্ব পালন করেন, সৈকত সরদার। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।