শেখ মোশফেক আহমেদ : সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে স্থায়ী বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ। এর আগে, গত ৬ ফেব্রæয়ারি তাসকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এক নম্বর প্যানেল মেয়রকে দায়িত্বভার দেওয়া হয়।
তবে গত ১৪ ফ্রেবুয়ারি এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের আদেশ দুটির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ অনুসারে তাসকিন আহমেদ চিশতী মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গেলে, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং প্যানেল মেয়র সরাসরি বাধা দেন এবং লাঞ্ছিত করেন। এরই ধারাবাহিকতায় তার পক্ষে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়।
ওই আবেদনের শুনানি নিয়ে তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এদিকে গত ২৩ নভেম্বর তাসকিনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পরে সেই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।