যশোর প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন এবং প্রাচ্যসংঘের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষে গত মঙ্গলবার রাতে ওবায়দুল বারী হলে সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খবিরউদ্দিন সুইট। সভায় যথাযথ মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রাচ্যসংঘের ওবায়দুল বারী হলে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তি এবং সঙ্গীতানুষ্ঠান। এতে প্রাচ্যসংঘের সদস্যরা পারফর্ম করবেন। এছাড়া সভায় কার্যনির্বাহী কমিটি গঠিত নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে অ্যাডভোকেট শামসুল হককে চেয়ারম্যান এবং আকসাদ সিদ্দিকী শৈবাল ও সাঈদ আহমেদ খান এপোলোকে সদস্য করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের নির্ধারিত দিন। সভায় আলোচনা করেন প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিল সদস্য বেনজীন খান, কাসেদুজ্জামান সেলিম, আকসাদ সিদ্দিকী শৈবাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, সেলিম রেজা, সদস্য সাকির আলী, আহসান কবীর, নিত্যানন্দ পাল, জাহিদ আককাজ, ইবাদত খান, বিশ্বজিৎ বাবু, নূর ইসলাম, আকরামুজ্জামান প্রমুখ।