ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ. শাহিন। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ওসি মামুন রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। মোঃ শাহিন খুলনা জেলা পুলিশের রুপশা থানা থেকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাংলাদেশের বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সম্পন্ন করে ২০০০ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশের এ কর্মকর্তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কোতয়ালী থানা। এদিকে থানার সাবেক ওসি মামুন রহমান কে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় সংযুক্ত করা হয়েছে। বুধবার বেলা ১ টায় ২০ মিনিটের দিকে কলিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ওসি মামুন রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান ও নতুন ওসি মোঃ শাহিনকে বরণ করে নেন।