তালা প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার তালায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তালা মহিলা কলেজ মাঠে তালা সদর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ^াস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।
তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদ উদ্দীন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুণ-অর-রশিদ, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেজুতি, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাফ্ফর রহমান, মীর মহাসীন হোসেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।
বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনার জন্য নৌকা প্রতিকে ভোট দেয়া ও ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তৃণমূলের কর্মীদের একতাদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।