বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ভালুকা চাঁদপুর স. প্রা. বিদ্যালয়ে মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ১৪, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ

এ. মাজেদ, ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ভালুকা চাঁদপুর ৬৭নং স. প্রা. বিদ্যালয়ে ১৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহ-প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের সভাপতি মো. আল কালাম আবু অহিদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে অত্র বিদ্যালয়ের শিক্ষার মান ও সামগ্রিক পরিবেশে মুগ্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ভ‚য়সি প্রশংসা করেন তিনি। সভাপতির বক্তব্যে আল কালাম আবু অহিদ বাবলু বলেন-শিশু শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি করার জন্য বর্তমান ব্যবস্থাপনা কমিটি শিক্ষকদের সহযোগিতায় বিদ্যালয়ের বাহ্যিক সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষার মান উন্নয়নে আরও বেশী দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন তিনি। বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণার পাশাপাশি প্রতি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া পাঁচজন সচেতন অভিভাবককে পুরস্কার প্রদান করা হয়। বর্তমান ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কমছুটি ভোগকরা শিক্ষককে পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়।

এছাড়াও অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয়ের সকল শিক্ষককে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মো. ফারুক হোসেন মিঠু ও ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম মোড়ল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য শিক্ষক কবিরুল ইসলাম, শিক্ষক নুর ইসলাম, অলিউর রহমান, শাপলা খাতুন, বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন জোহরা, নাছিমা খাতুন, বাসন্তী রানী মজুমদার, সাবিনা ইয়াসমিন,কনিকা রানী, আফরিন সুলতানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিমুর রহমান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত