ই.এইচ. সুজন, কুল্যা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে নৈশ্য প্রহরীদের মাঝে নিরাপত্তা লোগো সংযুক্ত পোশাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ১১ টায় কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির অস্থায়ী কার্যালয়ে থানা পুলিশের পক্ষ থেকে এ পোশাক বিতরণ করা হয়।
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস আই জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী।
কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এস কে রাজা’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এস আই শাহিনুর রহমান শাহিন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, দপ্তর সম্পাদক শেখ বাদশা, ব্যবসায়ী তরিকুল ইসলাম সহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।