অহিদুজ্জামান খান : নবজীবন এর সার্বিক ব্যবস্থাপনায় ১৪ ডিসেম্বর ২০২৩ শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়। সকাল ১১.০০ ঘটিকায় নবজীবন সেন্টাওে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন স্কুল ট্রেনারমি, ইয়ান সচিত্রা ও নিউ জেনারেশন স্কুল মেন্টরমিস, চুনলেসিথ, এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার ফারুক আহম্মেদ সজীব, নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ এবং নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
সভাপতি মহোদয় বলেন, নিশ্চিতপরাজয় জেনে১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের মিত্রশক্তি রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কে নির্মম ভাবে হত্যা করে, যেন বাংলাদেশ স্বাধীন হলেও মাথা উঁচুকরে দাঁড়াতে না পারে।
ঠিকই বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর বর্বও পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। কিন্তু সেদিনের সেই নির্মমতার কথা আমাদের হৃদয়ে গভীর ক্ষত হয়ে থাকবে অনন্ত কাল রে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাই একতাবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে এবং ষড়যন্ত্রকারী দের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের প্রধান সুমন রেজা।